বুধবার (২৯ নভেম্বর) বিকেলে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সদরদফতরের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানানো হয়। পরে এসব দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করা হয় ইইউতে।
ইউরোপের দেশগুলোতে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় সাত শতাধিক লোক এ প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইইউ পার্লামেন্টের সদস্য আমজাদ বশির, বাংলাদেশি কমিউনিটি ইন ইউরোপের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক, যুগ্ম-আহবায়ক ড. আবুল আমানুল্লাহ, লন্ডন টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র লুৎফর রহমান, জার্মানিতে বসবাসরত ইঞ্জিনিয়ার ওয়ালীউল্লাহ, একেএম আবু তাহের চৌধুরী, যুক্তরাজ্যে বসবাসরত আবদুল কাদের সালেহ, বেলজিয়ামে বসবাসরত আশিক আলী, ফ্রান্সে বসবাসরত ড. মালেক ফরাজী, নেদারল্যান্ডে বসবাসরত মতিন মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্বকে ধোঁকা দিয়ে যুগ যুগ ধরে নানা ছল-ছাতুরির আশ্রয় নিয়ে কালক্ষেপণ করে গণহত্যা চালিয়ে যাচ্ছে মিয়ানমার। তাদের আর সময় দেওয়া যায় না। খুব শিগগির রোহিঙ্গা সংকটের যৌক্তিক-বিশ্বাসযোগ্য সমাধান করতে হবে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এইচএ/