এ উপলক্ষে সম্প্রতি একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ইউনুস আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব-ইউরোপিয়ান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সম্পাদক নাহার মমতাজ।
জার্মানির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন মাইন্জ সিটির মেয়র জোহানেস ক্লোমান, সিডিইউ’র সিনিয়র লিডার লুকাস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনী ও কর্ম নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। সভা পরিচালনা করেন স্নিগ্ধা বুলবুল এবং সবুজ আহমেদ।
আলোচনা শেষে জার্মানি প্রবাসী শিল্পী কণা ইসলামের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সমবেত জাতীয় সংগীত ও বিভিন্ন গানে অংশ নেন তাহমিনা ফেরদৌসি, মুনিম আহমেদ, জালাল আবেদীন, মিতি মারজান, কাইফ প্রমুখ।
বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিশেষ কবিতা আবৃত্তি করেন অধ্যাপক ড. শরিফুল ইসলাম ও মুনিম।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
আরআইএস/