শনিবার (১৩ এপ্রিল) অস্ট্রেলিয়ায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক ছাত্ররা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এবারের বর্ষবরণের অনুষ্ঠানটি উদযাপন করে।
সিডনির কার্স পার্কের নয়নাভিরাম পরিবেশে যথারীতি মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় এবারের বর্ষবরণ।
বর্ষবরণ অনুষ্ঠানে মানুষের আগ্রহ ও উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো। অনেকেই প্রিয়জন, বন্ধু-বান্ধব ও অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
তাছাড়া হরেক রকমের বাঙালি খাবারের আয়োজন করা হয় এ আনন্দযজ্ঞে। তবে এবারের পুরো আয়োজন ঘিরে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ছিলো একটি মহতী উদ্যোগ।
সেটি হলো- প্রত্যেক সদস্য কমপক্ষে একটা খাবার নিয়ে আসবেন, সবাই একে অপরের খাবার কিনে খাবেন এবং এ সংগৃহীত টাকা ব্যয় করা হবে বাংলাদেশের গরিব ও মেধাবীদের পেছনে। তাদের এ ব্যতক্রমী উদ্যোগটি সব মহলে খুবই প্রশংসিত হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
আরবি/