ঢাকা: ৯৭ ইন্দোনেশিয়ান যাত্রী নিয়ে মালয়েশীয় উপকূলে ফেরি ডুবি হয়েছে। এতে কমপক্ষে ৬১ জন নিখোঁজ আছেন।
মালয়েশিয়ার ম্যারিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি জানায়, যাত্রীদের মধ্যে নারী, শিশু, অবৈধ অভিবাসী রয়েছে।
কাষ্ঠনির্মিত ওই ফেরিটি মঙ্গলবার মধ্যরাতে মাল্লাক্কা প্রণালীর বানটিং কালং বন্দরে ডুবে যায়। একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌছেছে।
মোহাম্মদ জুরি নামে একজন নৌ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ফেরির যাত্রীরা অবৈধপথে সমুদ্র পাড়ি দিচ্ছিল।
ফেরিতে যারা ছিলেন তারা ইন্দোনেশিয়ার নাগরিক, মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করত। রমজার উপলক্ষে তারা বাড়িতে ফিরছিলেন।
বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৪