ঢাকা: মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি রেমিট্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ার-২০১৪।
চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৬ থেকে ৭ তারিখ কুয়ালালামপরের মার্ডেকা স্কয়ার মিলনায়তনে এ মেলা অনুষ্ঠিত হবে।
এ মেলায় অংশ নেবে বাংলাদেশের ৩৫০টি স্টল। মেলার আয়োজক প্রতিষ্ঠান গ্লোবাল এয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।
আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা মজুমদার জানান, মেলায় বাংলাদেশের ৩০০টি ডিউটি ফ্রি পণ্যের পাশাপাশি অংশ নিতে পারবে দেশের ব্যাংক-বীমা, লেদার, প্লাস্টিক, ট্যুরিজম, এয়ারলাইন্স ও আর্থিক বিভিন্ন প্রতিষ্ঠান।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. আব্দুল মান্নান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এস কে সুর চৌধুরী।
মালয়েশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত রেমিট্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ার এর মালয়েশিয়ার ব্যবস্থাপনায় রয়েছে একুশে হলিডেজ।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪