কুয়ালালামপুর: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়ায় উদযাপন হলো দেশটির ৫৭তম স্বাধীনতা দিবস।
সকাল ৮টায় মারদেকা ময়দানে সশস্ত্র বাহিনীর এক বিশাল কুচকাওয়াজের মাধ্যমে শুরু হয় দেশের স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান।
পরে স্কুল, কলেজের ছাত্রছাত্রীদের এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সামরিক বাহিনীর ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের সাথে সাধারণ জনগণকে পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়া স্থানীয় মারদেকা স্টেডিয়ামে আয়োজন করা হয় এক জমজমাট মেলার। এই মেলা চালু থাকবে সোমবার রাত ১০টা পর্যন্ত।
রোববার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোমবার মালয়েশিয়ায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৪