মালয়েশিয়া: মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা এখন সহজেই তাদের মোবাইলের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। মোবাইল কোম্পানি সেলকম এর অঙ্গ প্রতিষ্ঠান মারচেনট্রেডের গ্রাহকরা এ সুবিধা পাবেন।
এ সুবিধা পেতে গ্রাহককে মারচেনট্রেড সিম কার্ড কিনতে হবে। এ সিম কার্ড সাধারণ সিম কার্ডের মতোই। এর মাধ্যমে আপনি দেশে এবং বিদেশে কল করতে পারবেন।
এছাড়া মোবাইলের মাধ্যমে অর্থ দেশে পাঠানোর জন্য প্রথমে অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। সেই অ্যাকাউন্ট থেকে পাঁচটি অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর ব্যবস্থা থাকবে। বাংলাদেশের যেকোনো ব্যাংকে অর্থ পাঠানোর সুবিধা থাকছে। বাংলাদেশ ছাড়াও এ সুবিধা পাওয়া যাবে পাকিস্তান, ভারত, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায়।
একইসঙ্গে এখন মারচেনট্রেড মোবাইল সিমে ৩০ রিঙ্গিত রিচার্জে পাওয়া যাবে অতিরিক্ত ২০ রিঙ্গিত বোনাস। বাংলাদেশে কলচার্জ প্রতি মিনিট ১৬ সেন্ট করে।
বিস্তারিত জানার জন্য মারচেনট্রেড এর কুয়ালালামপুর শাখাতে যোগাযোগ করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪