ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

বুকিত বিনতাং যেতে সতর্ক বাংলাদেশিরা

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৪
বুকিত বিনতাং যেতে সতর্ক বাংলাদেশিরা ছবি : সংগৃহীত

কুয়ালালামপুর থেকে: গ্রেনেড বিস্ফোরণের পর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম পর্যটন এলাকা বুকিত বিনতাংয়ে যাওয়ার ব্যাপারে স্বদেশিদের সতর্ক করছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা মোবাইল এসএমএসের মাধ্যমে বিভিন্ন জনের কাছে এই সতকর্তা পৌছে দিচ্ছেন।



মোবাইল মেসেজে বলা হচ্ছে, অন্তত বৃহস্পতিবার বুকিত বিনতাং এলাকা এড়িয়ে থাকা উচিত। কারণ বুকিত বিনতাংয়ের আশপাশের এলাকা কড়া নজরদারিতে রেখেছে পুলিশ। আর এর ফলে প্রবাসীরা যে কোন ধরনের হয়রানির শিকার হতে পারেন।

বুকিত বিনতাংয়ে স্থানীয় সময় বুধবার দিবাগত রাত চারটা ২০ মিনিটের দিকে গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় ১ জন নিহত হন। আহত হন ১২ জন। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেডও উদ্ধার করে পুলিশ।

আহতরা সিঙ্গাপুর, থাইল্যান্ড ও চীনের নাগরিক। তাদের বয়স ২২-৪০ বছরের মধ্যে। ঘটনাস্থল থেকে তাদের দ্রুত উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতাল ও স্থানীয় তুং সিন হাসপাতালে ভর্তি করা হয়।

ওই বিস্ফোরণের ঘটনায় বিদেশি পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন।   

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ