ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

২৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪
২৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়ালালামপুর থেকে: মালয়েশিয়ায় বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া ২৬ জন বন্দিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বুধবার স্থানীয় সময় রাত ১২টা ২৫ মিনিটে মালিন্দ এয়ারের ১৬২ নম্বর ফ্লাইটে তাদের তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় রাত ২টা ২৫ মিনিটে ওই ফ্লাইটটি ঢাকায় নামার কথা রয়েছে।  

রাত সোয়া ১১টার দিকে কুয়ালালামপুর এয়ার টার্মিনাল ২এ নিয়ে আসা হয় তাদের।

ছাড়া পাওয়া কয়েদিদের সঙ্গে কথা বলে ‍জানা গেছে, তারা কেউ সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া এসেছিলেন। কেউবা ট্যুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়া আসার পর মেয়ার পেরিয়ে গেলেও আর দেশে ফেরেননি।

অবৈধ অভিবাসী হিসেবে তারা মালয়েশিয়ার কারাগারে দেড় মাস থেকে ৬ মাস পর্যন্ত সাজা ভোগ করছিলেন।

বাংলানিউজের কাছে অকপটে তারা কারাভোগের দুর্দশা বর্ণনা করেন। তাদের শীর্ণ শরীরও কারাভোগের দুর্দশার কথা স্মরণ করিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ