মালয়েশিয়া: মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এর বোমা হামলায় সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে কুয়ালালামপুর পুলিশ।
পুলিশ চিফ দাতুক তাজিদ্দিন মো. ইসা বলেন, ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার উপর ভিত্তি করে সন্দেহভাজন এ দুই ব্যক্তির ছবি প্রকাশ করা হয়েছে।
তিনি জানান, সিসি ক্যামেরায় এ দুই ব্যক্তির সজোরে কিছু ছোড়ার দৃশ্য ধরা পড়েছে। এরপর তাদের একটি কালো রঙের গাড়ির দিকে ছুটে যেতে দেখা গেছে।
ক্যামেরা ফুটেজ দেখে ওই ব্যক্তির পেন্সিল স্কেচ তৈরি করা সম্ভব হয়েছে।
এদিকে আবছা ছবি দেখে আসামি শনাক্ত করতে না পারায় সবার কাছে ক্ষমা চেয়েছে কুয়ালালামপুর পুলিশ।
পুলিশ জানায়, আসামি সন্দেহে ২৫ থেকে ৪৬ বছর বয়সীদের মধ্যে পাঁচ মালয়েশিয়ানকে গ্রেফতার করা হয়েছে। শিগগিরই মূল রিপোর্ট প্রকাশ করা হবে।
গত ৯ অক্টোবর মালয়েশিয়ার ব্যস্ততম এলাকা বুকি বিন্তাং এ মধ্যরাতে এ বোমা হামলার ঘটনা ঘটে। এ হামলায় একজন নিহতসহ প্রায় ১৩ হন আহত হয়েছেন। ৩৬ বছর বয়সী নিহতের নাম তিয়ং কোয়ং। বাকিদের মধ্যে ছয়জন স্থানীয়, একজন থাই, একজন সিঙ্গাপুরিয়ান এবং চারজন চীনা নাগরিক।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪