ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

টাইগারদের বিজয়ে

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে বিজয়োল্লাস

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে বিজয়োল্লাস মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে বিজয়োল্লাস / ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে রুবেল হোসেনের বল যখন ইংল্যান্ড দলের শেষ ব্যাটসম্যান অ্যান্ডারসনের উইকেট ভেঙে দিলো, তখনই মাঠের বাংলাদেশি দর্শকদের উল্লাস ছড়িয়ে পড়লো সুদূর মালয়েশিয়াতেও।

বাংলাদেশের টাইগারদের বিজয়ে মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিরাও হয়েছেন আনন্দে মাতোয়ারা।



জয়ের পর পরই মালয়েশিয়ার বাংলাদেশি রেস্টুরেন্টগুলো ‘বাংলাদেশ-বাংলাদেশ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উল্লাসে ফেটে পড়েন প্রবাসী বাংলাদেশি ছাত্ররা। এ আনন্দে সঙ্গে যোগ দেন তাদের মালয়েশিয়ার বন্ধুরাও।

টাইগারদের জয়ের পর পরই মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনার রাষ্ট্রদূত শহীদুল ইসলাম পরদিন মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বাংলাদেশ হাইকমিশনে সর্বস্তরের প্রবাসীদের নিয়ে বিজয় উল্লাসের ঘোষণা দেন।

মঙ্গলবার হাইকমিশনের চারদিকে বাংলাদেশের জাতীয় পতাকাসম্বলিত প্ল্যাকার্ড হাতে শিশুদের দাঁড়িয়ে  থাকতে দেখা যায়। দেশের গানের সঙ্গে জাতীয় পতাকা নাড়েন তারা।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে হাইকমিশনার শহীদুল ইসলাম বলেন, আপনাদের সঙ্গে বিজয় আনন্দ ভাগ করে নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠায় গোটা দেশ আজ উজ্জ্বীবিত।

এ সময় মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে টাইগারদের অভিনন্দন জানান তিনি।

এ বিজয় উল্লাস অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (লেবারউইং) শাহিদা সুলতানা, কন্স্যুলার রইস হাসান সরোয়ার, ফার্স্ট সেক্রেটারি মুসলেমা নাজনীন এবং সর্বস্তরের প্রবাসী বংলাদেশি।

বিজয় উল্লাসের প্রতিক্রিয়ায় বাংলাদেশ কমিউনিটি নেতা রাসেদ বাদল বলেন, চমত্কার খেলে কোয়ার্টার ফাইনালে ওঠায় টাইগারদের অভিনন্দন।

অন্যান্য অনুষ্ঠান শেষে মালয়েশিয়া হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ