কুয়ালালামপুর: মালয়েশিয়ার মেলাকা প্রদেশের তিনটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৮৯ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।
বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকালে এ অভিযান শেষ হয়।
প্রাদেশিক ইমিগ্রেশন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ লামশাহ ওথম্যান বলেন, আলোর গাজাহতে শ্রমিকদের একটি কোয়ার্টারে, বাতু বেরেন্দাম ও মেলাকা তেনেগাহ'র পাম বাগানে এবং মেলেকা তেনেগাহ'র বুকিত বারু ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়।
বুধবার রাত ১১টা থেকে এ অভিযান পরিচালিত হয়। যা ৬ ঘণ্টা ধরে চলে। অভিযানে ৩৩ জন ইন্দোনেশিয়ান আটক হয়। যার মধ্যে ৪ জন নারী।
মোট ৩১ জন বাংলাদেশি পুরুষ এ তিনটি স্থানের অভিযানে আটক হয়েছেন।
এছাড়াও রয়েছেন ১৪ জন পাকিস্তানি, সাতজন নেপালি এবং ৪ জন মায়ানমারের নাগরিক।
আটককৃতদের সবার বয়স ২৬ থেকে ৫০ এর মধ্যে।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
এমএন/জেডএস