কুয়ালালামপুর: আটজন বাংলাদেশিসহ মোট নয়জনকে অপহরণের দায়ে ফাঁসির মুখোমুখি হতে যাচ্ছেন একজন বাংলাদেশিসহ পাঁচব্যক্তি।
দোষী সাব্যস্ত ওই বাংলাদেশির নাম আকবর।
এই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ, তারা আট বাংলাদেশি ও ১ জন মায়ানমারের নাগরিককে অপহরণ করেন এবং তাদের কাছ থেকে ১৫ হাজার রিঙ্গিত (৩ লাখ টাকা) করে মুক্তিপণ দাবি করেন। তারা যেসব ব্যক্তিদের অপহরণ করেন, তাদের বয়স ২২ থেকে ৪৫ এর মধ্যে এবং একজনের বয়স ৫১ বছর।
গত ৬ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। অপরাধ প্রমাণ হওয়ায় অপহরণ অ্যাক্ট ১৯৬১ এর সেকশন ৩ এবং পেনাল কোডের সেকশন ৩৪ অনুযায়ী এই অপরাধীদের মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড ও বেত্রাঘাতের শাস্তি হতে পারে বলে জানিয়েছেন আদালত।
অভিযুক্তদের পক্ষ থেকে কোন শুনানি গ্রহণ করা হয়নি।
ম্যাজিস্ট্রেট মোহা. খায়রুল হাফিজউদ্দিন রামলি আগামী ২৪ তারিখ আদালতের চূড়ান্ত রায় ঘোষণার সময় নির্ধারণ করেন। ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইলিয়ানা ইসমাইল আদালত পরিচালনা করেন।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
এমএন/আরআই