মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী জানিয়েছেন এখন পর্যন্ত ৩ হাজার ১১৬ জন অবৈধ শ্রমিক এবং ৬৩ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশিরা।
এর আগে গত সোমবার (১০ জুলাই) এর হিসেব অনুযায়ী বিদেশি অবৈধ শ্রমিক আটক হয়েছেন ৩ হাজার ১৪ জন। যার মধ্যে ২ হাজার ৪২৯ জন পুরুষ এবং ৫৭০ জন নারী। এছাড়াও রয়েছে ১৫ জন শিশু। গত ১ জুলাই থেকে এই অভিযান শুরু হয়েছে।
বাংলাদেশের পরে সবচেয়ে বেশি অবৈধ বিদেশি শ্রমিক আটকের তালিকায় রয়েছে ইন্দোনেশিয়ার ৬৯৫ জন। মায়ানমারের ২৩১ জন, ভিয়েতনামের ১১৬ জন, থাইল্যান্ডের ১১১ জন, ফিলিপাইনের ৯৫ জন এবং বাকিরা বিভিন্ন দেশের।
প্রথম ১০ দিনে ৫০২ টি অভিযান পরিচালনা করা হয়। যেখানে ৯ হাজার ৩২০ জন বিদেশি শ্রমিকের তথ্য যাচাই করা হয়।
বাংলাদেশ সময়: ০৬৪৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এমএন/আরআই