ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় ১৭ বাংলাদেশি আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
মালয়েশিয়ায় ১৭ বাংলাদেশি আটক

ঢাকা: ১৭ বাংলাদেশিসহ মোট ৫৪ জনকে আটক করেছে মালয়েশিয়ার কেদাহ ইমিগ্রেশন বিভাগ। আলোর সেতার প্রদেশে নাগা এবং কুবাং পাসু এলাকায় সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ‘ওপ মেগা’ নামে এক অভিযানে এ ব্যক্তিদের আটক করা হয়।

কেদাহ ইমিগ্রেশনের পরিচালক জুহায়ের জামালউদ্দিন বলেন, রোববার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টা থেকে ভোর ৩টা ৫ মিনিট পর্যন্ত অভিযান পরিচালিত হয়। চারটি নির্মাণ এলাকা ছাড়াও মুকিম নাগা'র কংসী হাউজে অভিযান চালানো হয়।

 

তিনি জানান, মোট ৮৫ জন ব্যক্তির তথ্য যাচাই করার পর ৫৪ জনকে অনিবন্ধিত পাওয়া যায়। এর মধ্যে ইন্দোনেশিয়ার ২৯ জন পুরুষ, ৪ জন নারী এবং একটি শিশু। এছাড়াও ১৭ জন বাংলাদেশি এবং ৩ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন। আটককৃতদের বয়স ১ থেকে ৫৭ বছরের মধ্যে।

সিকে বেলানতিক ইমিগ্রেশন ডিটেনশনে পাঠানোর আগে আটককৃতদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লক আপে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এমএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ