শনিবার (১৪ এপ্রিল) কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের রেস্তোরাঁটিতে এ বৈশাখী উৎসবে থাকছে শিশুদের নাচ-গান, গালে রংয়ের আল্পনা আঁকা ও জনপ্রিয় বাউল গান পরিবেশন।
এছাড়াও ভোজনপ্রিয়দের জন্য থাকছে পান্তাভাত, পদ্মা নদীর ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, মরিচ ভাজা, বিভিন্ন ধরনের ভর্তা, পোলাও, মাংস, বিভিন্ন ধরনের বিরিয়ানি, বোরহানি, দধি, মিষ্টি প্রভৃতি।
রসনা বিলাস’র স্বত্বাধিকারী এস এম রহমান পারভেজ বলেন, পহেলা বৈশাখে বরাবরের মতো বাংলাদেশিদের মিলনমেলা বসবে রসনা বিলাসে। বাংলার প্রাণের উৎসবে সবার উপস্থিতি একান্ত কাম্য।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এইচএ/