ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ভতুর্কি মূল্যে টিসিবির পণ্য বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
রাঙামাটিতে ভতুর্কি মূল্যে টিসিবির পণ্য বিক্রি রাঙামাটিতে ভতুর্কি মূল্যে টিসিবির পণ্য বিক্রি

রাঙামাটি: সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতে নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।

সোমবার (২৬ ডিসেম্বর) শহরের রাঙামাটি প্রেস ক্লাব সংলগ্ন শহীদ আব্দুল আলী একাডেমী এবং বায়তুস শরফ মাদরাসা এলাকায় ডিলারদের মাধ্যমে পণ্য বিক্রি করা হয়েছে।

ডিলার কর্তৃপক্ষরা বলছে, সরকারি নির্দেশনা মেনে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের ২নং ওয়ার্ডের রাঙামাটি প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় কার্ডধারী ৭৭২জন, শহীদ আব্দুল আলী একাডেমী এলাকায় ৮৩৭ জন এবং এবং বায়তুস শরফ মাদরাসা এলাকায় ৪৩৭ জনের মধ্যে ন্যার্য মূল্যের এসব পণ্য বিক্রি করা হয়েছে।

তবে শহরের বিভিন্ন এলাকায় সময় পার্থক্য করে পণ্য বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।