ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর নির্দেশে পুলিশ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল: শ ম রেজাউল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
বঙ্গবন্ধুর নির্দেশে পুলিশ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল: শ ম রেজাউল

পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, স্বাধীনতা যুদ্ধের সময় পুলিশ বঙ্গবন্ধুর নির্দেশে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিল। তাদের ত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয়।

 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় পিরোজপুর জেলা পুলিশ লাইনসে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।  

শ ম রেজাউল বলেন, দেশ স্বাধীনের পরেও সব অপশক্তির বিরুদ্ধে পুলিশের ভূমিকা প্রশংসনীয়। চাকরিক্ষেত্রে ঝুঁকির কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিশেষ সুবিধা দিয়েছেন, যা অন্য কোনো সরকারের সময় বাংলাদেশের পুলিশ পায়নি।  

তিনি বলেন, বাংলাদেশের পুলিশ অনেক দক্ষ। তাইতো তারা আমাদের অহংকার।  

জেলা পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান।

এর আগে মন্ত্রী জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের গাওখালী কলেজিয়েট স্কুল মাঠে আয়োজিত এক উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।  

ওই সভায় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দেশের ও দেশের মানুষের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ উন্নয়নমূলক কাজগুলোও আজ সম্পন্ন হয়েছে। আর খালেদা জিয়া
ও তার পুত্র তারেক রহমান দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়েছেন।  

ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মো. ওয়ালিউল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওই ইউনিয়নের চেয়ারম্যান এফ এম রফিকুল ইসলাম বাবুল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, উপজেলা কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।