ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খামারের বিষ্ঠার গর্তে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
খামারের বিষ্ঠার গর্তে পড়ে শিশুর মৃত্যু

নরসিংদী: নরসিংদীর বেলাবতে খামারের বিষ্ঠার গর্তে পড়ে কায়েছ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত কায়েছ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া এলাকার কাইয়ুম মিয়ার ছেলে। সে রাজারবাগ গ্রামে তার খালু অলফত আলীর বাড়িতে থেকে লেখাপড়া করতো।

শিশুটির প্রতিবেশী মামা আতাউর রহমান জানান, বেলা ১১টার দিকে কায়েছ বাড়ির পাশেই খেলাধুলা করছিল। দুপুর হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বিকেলে কায়েছকে তার খালু অলফত আলীর পোল্ট্রি খামারের বিষ্ঠার গর্তে পড়ে থাকতে দেখে । পরে দ্রুত তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, এ ঘটনার ব্যাপারে আমাদের কেউ কিছু জানায়নি। আমরা খোঁজ নিচ্ছি।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।