ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

 এ ব্যাপারে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক: মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
 এ ব্যাপারে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক: মাশরাফি

নড়াইল: নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, প্রধানমন্ত্রী নিজে বলেছেন তিনি নড়াইলের এমপি। আমি তার একজন কর্মী মাত্র।

এখানকার উন্নয়নের কোনো কাজ নিয়ে গেলে তিনি সঙ্গে সঙ্গে বলেন- দিয়ে দাও। এ ব্যাপারে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। ইতিবাচক মানসিকতার সঙ্গে অংশ নিলে নড়াইলের উন্নয়ন আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের ব্রাহ্মণীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কথা বলেন মাশরাফি।  

এদিন সন্ধ্যা থেকে রাত অবধি ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ স্লোগানকে সামনে রেখে দ্বিতীয় পর্যায়ে আলোচনায়  হাজির হন আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।

মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের জনতার প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন নলদী ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠানে নলদী ইউনিয়নে চার বছরে বিভিন্ন বরাদ্দের তথ্য তুলে ধরে মাশরাফি।  

তিনি বলেন,  মিঠাপুর, জিয়াখাল, বাড়ীভাঙ্গার ১৩ কি.মি খাল খননে ৪ কোটি ৬০ লাখ টাকা, মিঠাপুর/কালা চাঁদপুর গ্রামের দুটি স্লুইচ গেট রেগুলেটর পুনঃনির্মাণে ৮ কোটি ১৭ লাখ টাকা ব্যয় হয়েছে। আপনাদের নলদী ইউনিয়নে পাউবোর দরপত্রকৃত কাজের মূল্য ১৭ কোটি ৮৪ লাখ টাকা। নবগঙ্গা নদী খননের কাজ তো চলছেই। আরও বেশ কিছু রাস্তার টেন্ডার হয়েছে। সেগুলোর কাজ দ্রুত শুরু হবে।

সেতু নির্মাণের জন্য এলজিডি ও পানি উন্নয়ন বোর্ড বাঁধ দেওয়ায় ইছামতি বিলে কৃষি জমিতে সেচ নিয়ে সমস্যায় পড়েছেন কৃষকেরা।  

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, বিশ্বাস রাখেন আমি চেষ্টা করবো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমাধান করার। যা-ই হোক এটা নিশ্চিত থাকেন আমি আপনাদের পক্ষ নিয়েই কথা বলবো। কারণ দিন শেষে আপনাদের নিয়েই আমার চলাফেরা।

মসজিদ মন্দির সংস্কার প্রসঙ্গে নড়াইলের এ সংসদ সদস্য বলেন, আপনারা চেয়ারম্যানের মাধ্যমে একটা তালিকা করেন। তাতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনভেদে কাজ করে দিতে আমার সুবিধা হবে৷

এছাড়া মাশরাফির কাছে চিকিৎসা সমস্যা, খাল খনন, সার সংকট, নদী, রাস্তা-ঘাট, বাজার, খেলার মাঠ, ব্রিজ-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণসহ বিভিন্ন দাবি পেশ করেন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, কৃষক, ছাত্র- শিক্ষক, জনপ্রতিনিধিসহ সাধারণ জনগণ। তাদের এসব দাবি নোট করেন মাশরাফি এবং ধারাবাহিকভাবে তাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আ. হান্নান রুনু, কালিয়া উপজেলা চেয়ারম্যান বাবু কৃষ্ণ পদ ঘোষ, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।