রংপুর: নতুন বছরের শুরুতে রংপুরে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই। ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে শিশুরা স্কুলে আসে বই নিতে।
রোববার (১ জানুয়ারি) সকালে রংপুর জিলা স্কুলে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ও রংপুরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক আব্দুল মতিন লস্কর ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল সূত্রে জানা গেছে, এ বছর রংপুর জেলায় নতুন শিক্ষাবর্ষে প্রাথমিকে পাঁচ লাখ ৪৬ হাজার ৮৫০ শিক্ষার্থীকে দুই কোটি ৩০ লাখ ৭ হাজার ৪০০ পাঠ্যবই এবং মাধ্যমিকে চার লাখ ছয় হাজার ৫১৬ শিক্ষার্থীকে ৫১ লাখ ৭০ হাজার ৯৮৮টি পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে।
এ কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
আরএইচ