ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেট্রোরেলের পিলারে পোস্টার লাগালে গ্রেফতার!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগালে গ্রেফতার!

ঢাকা: সম্প্রতি উদ্বোধন হওয়া মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোর ফলে মেট্রোরেলের পারিপার্শ্বিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। মেট্রোরেলের পিলারে পোস্টার লাগালে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।

সোমবার (২ জানুয়ারি) এ তথ্য জানিয়ে বাংলানিউজকে তিনি বলেন, মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোর জন্য আগেও জিডি করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দোষীদের গ্রেফতার করা হয়েছে। এখনও কেউ কেউ পোস্টার লাগাচ্ছেন। এবারও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের গ্রেফতার করা হবে।

মেট্রোরেলের পিলারে পোস্টার দেখা গেছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহম্মেদ মিলনের। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, যারা পোস্টার লাগিয়েছিল তাদের মারধর করা হয়েছিল। বারণ করা হয়েছিল পোস্টার না লাগাতে। লাগানো পোস্টারগুরো ছিঁড়ে ফেলা হয়েছে।

মেট্রোরেলের পিলারে ভবিষ্যতে আর পোস্টার লাগাবেন না বলে জানান জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।