ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

জিএসপি প্লাস সুবিধার জন্য ফ্রান্সের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
জিএসপি প্লাস সুবিধার জন্য ফ্রান্সের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা: বাংলাদেশে ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেরি মাসদুপুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।  

মঙ্গলবার (৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মারি মাসদুপুয়কে বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য অভিনন্দন জানান।

 

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে দুই দেশের মধ্যে গড়ে ওঠা দ্বিপাক্ষিক সম্পর্ক তার সময়ে আরো শক্তিশালী হবে।

প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে একটি উন্নয়ন সহায়তা প্রাপ্ত দেশ থেকে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে বাংলাদেশের যাত্রার বর্ণনা দেন। ফরাসি রাষ্ট্রদূত তার ধারণা ভাগ করে নিয়ে জানান, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের একটি উন্নত দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা অত্যন্ত স্পষ্ট।

বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়নের এভরিথিং-বাট-আর্মস (ইবিএ) স্কিমের সাফল্যের গল্প হিসেবে বিবেচনা করা হয়।  

এ বিষয়ে উল্লেখ করে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, ফ্রান্স ইইউর নতুন জিএসপি রেগুলেশনের অধীনে ২০২৯ সালের পরেও জিএসপি প্লাস সুবিধার জন্য বাংলাদেশকে সমর্থন করবে।

বৈঠকে উভয়ে কানেক্টিভিটি, জলবায়ু পরিবর্তন, পরিচ্ছন্ন ও সবুজ শক্তি প্রযুক্তি, বিমান চলাচল ইত্যাদির দ্বিপাক্ষিক সহযোগিতা, ইউক্রেনের যুদ্ধের পরিপ্রেক্ষিতে বৈশ্বিক খাদ্য, এনার্জি এবং আর্থিক চ্যালেঞ্জের বিষয়েও মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রী তার বাংলাদেশে থাকাকালীন মেরি মাসদুপুয়কে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।