ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে চলেছে টানা শৈত্যপ্রবাহ। কমছে তাপমাত্রার পারদ।

শুক্রবার (৬ জানুয়ারি) এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। আর এটাই সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান।

সকাল থেকে মধ্য বেলাতেও দেখা মিলছে না সূর্যের। যদিও কিছুক্ষণ উঁকি দিচ্ছে সূর্য কিন্তু নেই কোনো উত্তাপ। চারপাশ জুড়ে থাকছে কুয়াশার দাপট। হিম শীতল বাতাসে শীতের তীব্রতা জানান দিচ্ছে কয়েকগুণে। প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না জনসাধারণ। যারা বের হচ্ছে তারাও গরম কাপড় পরে শীতের প্রস্তুতি নিয়েই বের হচ্ছে। শীতের তীব্রতায় শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে। টান পড়ছে আয় রোজগারে।

শীতজনিত রোগের প্রার্দুভাব বাড়ছে। প্রতিনিয়ত নতুন নতুন রোগী আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন। আবার ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে কৃষি কাজও। ধানের বীজতলা তৈরি, ভুট্টা ও আলুসহ বিভিন্ন কাজ করছেন কৃষকরা। ফলন বিপর্যয়ের আশঙ্কা করেছে কৃষকরা।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, গত দুদিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া বাতাসের আদ্রতার পরিমাণ বেশি। দিনের বেলায় সূর্যের উত্তাপ মিলছে না। এতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরও কয়েকদিন এমন পরিস্থিতি বিরাজ করতে পারে।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।