রংপুর: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশীয় পণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে। রমজান মাসেও যাতে নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে লক্ষ্যে কাজ করছে সরকার।
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে পীরগাছা উপজেলার নব্দীগঞ্জ বাজারে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বিদেশ থেকে আমদানি করা পণ্যের দাম আন্তর্জাতিক বাজারের দামের উপর নির্ভর করে। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ভালো আছি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সামসুল আরেফীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এসএম