ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নকলায় বাসের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
নকলায় বাসের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের

শেরপুর: শেরপুরের নকলায় ঢাকা-শেরপুর মহাসড়কে বাসের ধাক্কায় ফারুক হোসেন (৩৫) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন।  

শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন সদর উপজেলার সূর্যদী এলাকার আব্বাস আলীর ছেলে।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফারুক হোসেন নকলার পাইস্কা বাইপাস এলাকায় দেশ ফিলিং স্টেশন থেকে ট্রলিতে জ্বালানি তেল নেয়ার জন্য রাস্তার পাশে দাঁড়ান। এসময় বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাদি এন্টারপ্রাইজের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।  
পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।