ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে রাতের আঁধারে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
ফরিদপুরে রাতের আঁধারে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় রাতের আঁধারে কম্বল (শীতবস্ত্র) নিয়ে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালেন ইউএনও তানজিলা কবির ত্রপা।

শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার হাজীডাঙ্গী ও বালিয়াডাঙ্গী এলাকার নদী তীরবর্তী বেড়িবাঁধে থাকা হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করেন।

 

এ সময় তাদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি পর্যায়ক্রমে সকলের মধ্যে শীতবস্ত্র বিতরণেরও আশ্বাস দেন চরভদ্রাসন উপজেলায় কর্মরত থাকা  এ ইউএনও।  

এ ব্যাপারে চরভদ্রাসন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক (টিটু) জানান, জেলা প্রশাসকের কার্যালয় হতে বরাদ্দকৃত কম্বল ওই রাতে উপজেলার তিনটি স্থানে ও বেড়িবাঁধে থাকা ৫০টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।  

এছাড়া উপজেলার ৪টি ইউনিয়নে শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য প্রত্যেক ইউপি চেয়ারম্যানদের নিকট ৩৯০টি করে মোট ১৫৬০টি কম্বল হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওই প্রকল্প কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।