ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মারা গেছেন সাবেক তথ্যমন্ত্রী হাবিব উল্লাহ খান

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
মারা গেছেন সাবেক তথ্যমন্ত্রী হাবিব উল্লাহ খান হাবিব উল্লাহ খান

ঢাকা: সাবেক তথ্যমন্ত্রী হাবিব উল্লাহ খান মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

হাসপাতালের কমিউনিকেশন অফিসার ইহিতা হোসেন মিতা এ তথ্য নিশ্চিত করেছেন।  

হাবিব উল্লাহ খান সত্তরের দশকে তথ্যমন্ত্রী এবং আশির দশকে পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত ছিলেন।  

তিনি ১৯৭৯ সালে তৎকালীন কুমিল্লা-৫ (বর্তমান ব্রাহ্মণবাড়িয়া-৫) আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন।  

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হাবিব উল্লাহ খানের মৃত্যুতে বিএনপি শোক জানিয়েছেন।

হাবিব উল্লাহ খানের স্ত্রী সালমা খান ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। গত জুলাইয়ে তিনি মারা গেছেন। তাদের একমাত্র মেয়ে ওয়াশিংটনে বসবাস করেন। বাবার মৃত্যুর খবরে তিনি দেশে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।