ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ছেলে নিহত, আহত মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ছেলে নিহত, আহত মা

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিস্ফোরণে বাবা ইসমাইল মিয়া (৪৫) ও তার ছেলে মো. রিফাত (৭) নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছেলের মা সখিনা বেগম (৩৫)।

 

রোববার (০৮ জানুয়ারি) রাতে উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া টিলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে- রোববার দিনগত রাতে কাপ্তাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া টিলা নামক এলাকায় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘরে থাকা ইসমাইল, তার ছেলে রিফাত ঘটনাস্থলে মারা যান এবং ইসমাইলের স্ত্রী গুরুতর আহত হন।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোথায় থেকে কি বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যায়নি।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, মরদেহগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আহত নারীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জানুয়ারি, ০৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।