ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে যুবক আহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে যুবক আহত 

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই-আসামবস্তী সড়কের রাঙামাটি সদর উপজেলার জীবতলী কামিলাছড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে আদর কুমার চাকমা (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

 

ঘটনাস্থলে থাকা আদর কুমার চাকমার ভাগিনা নিপন চাকমা বলেন, কামিলাছড়িতে বসবাসরত আমার মামার বাড়িতে বন্যহাতি আক্রমণ করেছে খবর পেয়ে আমরা দ্রুত ছুটে যায়। এসময় আমার মামা একাই হাতিদের তাড়াতে এগিয়ে গেলে একপর্যায়ে বন্যহাতির কবলে পড়ে তিনি আহত হন।

ঘটনার পর আহত আদর কুমার চাকমাকে উদ্ধার করে কাপ্তাই চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নেওয়া হয়।  

হাসপাতালের চিকিৎসক ডা. রাজীব শর্মা জানান, বন্যহাতির আক্রমণে আদর কুমার চাকমার বাম হাতে গুরুতর জখম হয়েছে। তার চিকিৎসা চলছে।  

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।