ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বনানী থেকে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
বনানী থেকে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

ঢাকা: রাজধানীর বনানী থেকে আট হাজার ৮৬৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ। তার নাম মো. জহির হোসেন।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে গোয়েন্দা-গুলশান বিভাগের পুলিশ পরিদর্শক মাকারিয়াস দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় বনানী থানার ঢাকা উত্তর সিটি করপোরেশন অফিসের সামনের ফুটপাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।  

তিনি জানান, অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইয়াবাসহ তাকে গ্রেফতার করা গেলেও তার সহযোগীরা পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি জানান, গ্রেফতার জহির কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার গুলশান, বনানীসহ আশপাশের এলাকায় বিক্রি ও সরবরাহ করছিলেন।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।