ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
দৌলতপুরে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের সুকার ঘাট এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকারী দৌলতপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চিলমারী ইউনিয়নের সুকার ঘাট এলাকায় মুজাম মোল্লার ছেলে মামুন মোল্লা অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুন দৌড়ে পালিয়ে যায়। পরে তার বসত বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন ও পিস্তলের কাভার উদ্ধার করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।