ঢাকা: সৌদি সরকার হজযাত্রীদের হজ পালনের খরচ ৩০ শতাংশ কমানোর ঘোষণা দিলেও তা বাংলাদেশি হজযাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) হাব এক বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর পরিবেশন করা হচ্ছে যে, আগামী ২০২৩ সনের হজযাত্রীদের হজব্রত পালনের খরচ ৩০ শতাংশ সৌদি সরকার কর্তৃক কমানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজের মত একটি স্পর্শকাতর বিষয়ে যাতে কোনো রূপ বিভ্রান্তি তৈরি না হয়, সে কারণে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য বিষয়টি স্পষ্টিকরণ করা হলো।
বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এমআইএইচ/আরএ