ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে অসহায়দের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
সৈয়দপুরে অসহায়দের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

নীলফামারী: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে শীতার্ত গরিব ও অসহায় মানুষের মধ্যে কম্বল (শীতবস্ত্র) বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সৈয়দপুর প্লাজা মার্কেটের কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 
  
এ সময় সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সব কম্বল বিতরণ করেন।  

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিরুজ্জামান. সাংবাদিক এম আর আলম ঝন্টু, সেতুবন্ধন সংস্থার সভাপতি আলমগীর হোসেন, আমাদের প্রিয় সৈয়দপুরের সভাপতি নওশাদ আনসারী, সামিউল আলিম, সোহেল রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।