নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের ধন্দি বাজারে যুবককে মারধর থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সবজি ব্যবসায়ী।
শুক্রবার (২০ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
দুপুরে এ ঘটনায় আহত ব্যবসায়ী আলমগীর হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দি গ্রামের রহমত আলীর ছেলে সবজি ব্যবসায়ী আলমগীর হোসেন শুক্রবার ধন্দি বাজারে বাজার সদাই করতে যান। পরে বাজারের পল্লী চিকিৎসক রাজু মিয়ার ভাই রনিকে চর নোয়াগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রুবেল, শরীফ, পলাশ মারধর করতে থাকে। এক পর্যায়ে ব্যবসায়ী আলমগীর হোসেন রনিকে মারধরের কারণ জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা লোহার রড ও ক্রিকেট খেলার স্টিম দিয়ে আলমগীরের ওপর হামলা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রুবেলের নেতৃত্বে বিভিন্ন লোকজনের ওপর হামলা করে থাকে তারা। প্রভাবশালী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।
ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, বিনা অপরাধে বাজারের মধ্যে লোকজনের সামনে রনি নামের এক যুবককে ৭-৮ জনের একটি দল লাঠিসোটা ও লোহার রড নিয়ে হামলা করে। এসময় হামলার প্রতিবাদ করায় আমার ওপর ক্ষিপ্ত হয়ে তারা আমাকে পিটিয়ে আহত করে। আমার কাছ থেকে তারা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে যায়।
অভিযুক্ত রুবেলের মোবাইল ফোনে একাধিবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে ক্ষুদে বার্তা দিয়েও কোনো সাড়া মেলেনি।
সোনরাগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, ব্যবসাীর ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এমআরপি/এসএ