ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়: বাজার তদারকি অভিযান পরিচালনা করে হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় সদর বাজারের চৌরঙ্গী মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহাকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

পরেশ চন্দ্র বর্মন বাংলানিউজকে বলেন, পঞ্চগড় শহরে বাজার তদারকি অভিযান পরিচালনা করার সময় মেয়াদোত্তীর্ণ পণ্য ও আমদানিকারক বিহীন পণ্য রাখা এবং লেবেল ব্যবহার না করায় আব্দুল্লাহ কনফেকশনারিকে তিন হাজার টাকা ও আল-বাইক কনফেকশনারিকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রুটি-পরাটা তৈরিতে আটা-ময়দার সঙ্গে সাল্টু (অ্যামোনিয়া সারের গুঁড়ো) ব্যবহার করায় মৌচাক হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।