সিরাজগঞ্জ: ব্রিটিশ আগ্রাসনবাদের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন করতে গিয়ে সিরাজগঞ্জের সলঙ্গায় কয়েক হাজার কৃষকের রক্তদানের ইতিহাস সংরক্ষণে মনুমেন্ট স্থাপনের দাবি জানানো হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ দিবসের ১০১তম বার্ষিকী উপলক্ষে স্থানীয় দৈনিক কলম সৈনিক হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ দাবি করেন।
বক্তারা বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের চেয়েও সলঙ্গার হাটে অনেকগুণ বেশি মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এদিন সলঙ্গা হাটে মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নেতৃত্বে বিলেতি পণ্য বর্জন আন্দোলনকারীদের সঙ্গে সাধারণ হাটুরে কৃষককেও গুলি করে হত্যা করা হয়। সরকারি হিসেব মতে সাড়ে চার হাজার মানুষ নিহত হওয়ার কথা বলা হলেও বেসরকারি হিসেবে এর সংখ্যা হবে প্রায় দিগুণ। অথচ ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের ইতিহাস সংরক্ষণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এত বিশাল রক্তদানের ইতিহাস সংরক্ষণে মনুমেন্ট স্থাপন ও সলঙ্গাকে উপজেলায় রূপান্তরিত করার দাবি জানান বক্তারা।
বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আক্তারুজ্জামানের সভাপতিত্বে বিবিবিপিএফ সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আল আরাফাহ হজ্ব গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম উজ্জ্বল, বিবিবিপিএফ’র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে নান্নু, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলানিউজের জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, মুহিব এডুকেশন গ্রুপের চেয়ারম্যান মুহিবুল্লাহ মুহিব ও সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহম্মেদ।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এসআইএ