মাদারীপুর: মাদারীপুরে দুই দিনব্যাপী শুরু হয়েছে পিঠা উৎসব।
‘মাদারীপুর উৎসব’ উপলক্ষে গ্রাম-বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা শহরের লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ও মাদারীপুর পৌরসভার সহযোগিতায় এ পিঠাপুলি উৎসব চলবে শনিবার (২৮ জানুয়ারি) রাত পর্যন্ত। পিঠা উৎসবের উদ্বোধন করেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদারীপুর উৎসব উপলক্ষে আযোজিত পিঠা উৎসবে বিভিন্ন স্থান থেকে আসা নয়টি পিঠার স্টল রয়েছে। স্টলগুলোতে দেশীয় শতাধিক রকমের পিঠার বাহারি সমাহার রয়েছে। উৎসবকে ঘিরে অসংখ্য দর্শনার্থীরাও ভিড় করছেন স্টলে স্টলে। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে তারা পিঠাও খাচ্ছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, পিঠা উৎসব বাঙালির ঐতিহ্য। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতেই এ আয়োজন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এসআরএস