ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশ-এনজিও প্রতিনিধি মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশ-এনজিও প্রতিনিধি মতবিনিময় সভা

পটুয়াখালী: কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সঙ্গে সেখানকার কর্মরত এনজিও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন অফিসের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন- কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার জনাব ড. মো. আশরাফুর রহমান। এছাড়া কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সঞ্চালনায় কুয়াকাটার এনজিও আশা, হিড বাংলাদেশ, ব্যুরো বাংলাদেশ, আভাস, কোডেক, পদক্ষেপ, ফ্রেন্ডশিপ, উদ্দীপন, এডিডি ইন্টারন্যাশনাল, গোলাপ’ বাংলাদেশের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

সভায় পুলিশ সুপার বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে ট্যুরিস্ট এর সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকত নিয়ে বাংলাদেশ সরকারের মহাপরিকল্পনা তথা মাস্টারপ্লান আছে। কীভাবে কুয়াকাটা সমুদ্র সৈকতকে বিশ্ব দরবারে ব্রান্ডিং ট্যুরিজম হিসেবে গড়ে তোলা যায়, সেক্ষেত্রে সবার প্রচেষ্টা প্রয়োজন। এনজিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।

তিনি বহির্বিশ্বের বিভিন্ন পর্যটন স্পট কিভাবে অতি দ্রুত প্রসার ঘটছে সেই বিষয়গুলো এনজিও প্রতিনিধির সঙ্গে শেয়ার করেন। কুয়াকাটায় স্থানীয় পর্যটন বিকাশে পর্যটন স্পটের বিস্তারিত তুলে ধরা এবং প্রয়োজনীয় প্রশিক্ষিত স্টেকহোল্ডার তৈরি করার জন্য এনজিওগুলো যেন ভূমিকা নিতে পারে সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

এসময় এনজিওর প্রতিনিধিরা কুয়াকাটা বিচ আন্তর্জাতিক মানের করতে বিভিন্ন মতামত উপস্থাপন করেন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।