ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নান্দাইলে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
নান্দাইলে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত ফাইল ফটো

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের ধাক্কায় সোহান মিয়া (৩৫) নামে এক মোটরবাইক আরোহী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের খারুয়া ইউনিয়নের হাটশিরা মল্লিকবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক ট্রাক চালক নূর ইসলামকে (৪৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক ট্রাক চালক নূর ইসলাম শেরপুরের নবীনগর এলাকার মৃত রহিমের ছেলে বলে জানা গেছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
তিনি আরও জানান, দেওয়ানগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরবাইককে ধাক্কা দেয়। এতে আরোহী নুর ইসলাম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।