ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় নির্মণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
খুলনায় নির্মণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

খুলনা: খুলনার সোনাডাঙ্গার মজিদ সরণিতে নির্মাণাধীন ১০ তলা ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মহিত হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মহিত বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চরকাটি গ্রামের তোরাব আলীর ছেলে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বাংলানিউজকে বলেন, মজিদ সরণিতে চিকিৎসক গাজী মিজানুর রহমানের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন শ্রমিক মহিত হোসেন। কাজের সময় অসাবধানতার কারণে তিনি পা পিছলে চারতলা থেকে নিচে পড়ে যান। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহত শ্রমিকের সহকর্মীরা জানান, মহিতকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।