ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ও দীর্ঘদিন যাবত পলাতক আসামি আব্দুল মজিদকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। বুধবার (১ফেব্রুয়ারি) মাদারীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি আব্দুল মজিদকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এমএমআই/এমএমজেড