ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাফরুলে সন্তানকে আছাড় দিয়ে মারলেন বাবা! 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
কাফরুলে সন্তানকে আছাড় দিয়ে মারলেন বাবা!  প্রতীকী ছবি

ঢাকা: রাজধানী কাফরুল ইব্রাহিমপুর এলাকায় রায়হান নামে এক ২২ মাসের এক শিশুকে মাটিতে আছাড় দিয়ে হত্যা করেছে তারই বাবা বাইজিদ। পুলিশ বাইজিদকে আটক করেছে।

 

ঘাতক বাবা বাইজিদ ইব্রাহিমপুর এলাকায় ভাড়া থাকলেও কিশোরগঞ্জ জেলার বাসিন্দা তিনি।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এসব তথ্য নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি জানান, কাফরুল ইব্রাহিমপুরের একটি টিনসেট বাড়িতে সন্তান রায়হানকে নিয়ে থাকতেন বাইজিদ ও তার স্ত্রী মাহমুদা। আজ (বুধবার) দুপুর দিকে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে নিজের সন্তানকে বাবা বায়েজিদ মাথায় তুলে মাটিতে আছাড় দেয়। এতে শিশুটি মারা যায়। পুলিশ সংবাদের পরিপেক্ষিতে বিকেলে ওই বাসা থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করে এবং বাবা বাইজিদকে আটক করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
এজেডএস/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।