ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বারবার ফোনেও দেননি সাড়া, কলাক্ষেতে মিলল লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
বারবার ফোনেও দেননি সাড়া, কলাক্ষেতে মিলল লাশ ঘটনাস্থলে উৎসুক জনতা ও পুলিশ

নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে কলাক্ষেত থেকে পঞ্চমণি দাস (৪০) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কিত্তিবাসদী গ্রামের রাস্তার পাশের একটি কলাক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পঞ্চমণি দাস একই ইউনিয়নের কোচেরচর গ্রামের মৃত নিরত মনি দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পঞ্চমণি দাস ব্যাটারিচালিত অটোরিকশা (বিভাটেক) নিয়ে বাসা থেকে বের হয়। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে কয়েকবার তার ব্যবহৃত ফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।  

পরে শুক্রবার দুপুরে কিত্তিবাসদী গ্রামের আড়াল-রথথলা রাস্তার পাশের কলাক্ষেত হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এদিকে খবর পেয়ে স্বজনরা এসে লাশটি পঞ্চমণি দাসের বলে শনাক্ত করে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) ফরিদ উদ্দিন বলেন,  খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।