ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আল মমিন বাবু (৩২)কে শনিবার (৪ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।

গ্রেফতার মো. আল মমিন বাবু ময়মনসিংহের কোতয়ালী থানার ১৮ নম্বর সানকিপাড়ার (নর্থ) জাহাঙ্গীর হোসেনের ছেলে।

রোববার (৫ ফেব্রুয়ারি) র‌্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। বাবু দায়রা মামলা নম্বর-১৪৬৬/২১, কোতয়ালী ৬৬(১২)১৯, জিআর নম্বর-১৫৩৮/১৯ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। মামলার পর থেকে সে দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিল।  

গ্রেফতার আসামি বাবুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৩
এসজেএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।