ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হেম আশ্রমে তুরস্কের রাষ্ট্রদূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
হেম আশ্রমে তুরস্কের রাষ্ট্রদূত

কুষ্টিয়া: বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তবর্তী হেম আশ্রম পরিদর্শন করেছেন।  

ফরাসি নাগরিক দেবোরাহ জান্নাতের আমন্ত্রণে তিনি দৌলতপুরে আসেন।

রোববার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান হেলিকপ্টারে করে দৌলতপুরের হেম আশ্রমে আসেন।

এসময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি হেম আশ্রমের প্রবীণ সাধু নহির শাহের সঙ্গে কিছু সময় কথা বলেন এবং আশ্রমে একটি আম গাছের চারা রোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ফরাসি নাগরিক দেবোরাহ জান্নাত, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল জব্বার, সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পরে সাধুদের পরিবেশনায় হেম আশ্রমে লালনের গান শোনেন তুরস্কের রাষ্ট্রদূত।

লালনের জীবন ও দর্শন নিয়ে গবেষণা করতে কুষ্টিয়ায় এসে লালনের জীবনাদর্শের প্রেমে পড়ে যান ফ্রান্সের নাগরিক দেবোরাহ কিউকারম্যান। পরে গুরু ফকির নহির শাহর নির্দেশে তারই এক শিষ্য রাজনকে বিয়ে করে হেম আশ্রমেই থেকে গেছেন তিনি। নাম বদলে রাখেন দেবোরাহ জান্নাত।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।