ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কর্মীদের বেশি টাকা দিয়ে মালয়েশিয়া যেতে হয়েছে: মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
কর্মীদের বেশি টাকা দিয়ে মালয়েশিয়া যেতে হয়েছে: মোমেন

ঢাকা: অনেক কর্মীকেই বেশি টাকা দিয়ে মালয়েশিয়ায় যেতে হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা সফররত মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয়েছে। আমরা অনেক লোক পাঠিয়েছি মালয়েশিয়ায়। আমরা প্রায় ৬৫ হাজার লোক পাঠিয়েছি। আরও ১ লাখ ৩৫ হাজার লোক যাবে, এটাও চূড়ান্ত হয়ে গেছে। তবে অনেকেরই বেশি টাকা দিয়ে যেতে হয়েছে, কারণ একটা সমস্যা আছে।

মালয়েশিয়া চায় এই সমস্যা দূর করতে। সে জন্যই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বাংলাদেশ সফরে এসেছেন। তারা এ নিয়ে খুব আন্তরিক, বলেন ড. মোমেন।

শ্রীলঙ্কা সরকারের আমন্ত্রণে দেশটির ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন শেষে কলোম্বো থেকে রোববার দুপুরে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৩
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।