ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
গোপালগঞ্জে  বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক চৌধুরীকে (৮৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।  

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে মরহুমের মরদেহ নিয়ে আসা হয়।

সেখানে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা জানান।  

এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন উদ্দিনের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। পরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন কোর্ট মসজিদের ঈমাম মুফতী হাফিজুর রহমান।  

জানাজায় জেলা প্রশাসক (ডিসি), জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।  

পরে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন সম্পন্ন করা হয়।
গত সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।