মেহেরপুর: মেহেরপুরে বিয়ের মাত্র ১১ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল শান্তা খাতুন (১৮) নামে এক কলেজছাত্রী।
সোমবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে বাবার বাড়িতে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে।
কেউই বলতে পারছে না শান্তা কেন আত্মহত্যা করেছে। এর ফলে দুই পরিবারের মধ্যে চলছে শোকের মাতম।
শান্তা খাতুন সদর উপজেলার বুড়িপোতা গ্রামের বাবুল হোসেনের মেয়ে। সে মেহেরপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
জানা যায়, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় শান্তা খাতুন মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়।
গত ২৭ জানুয়ারি শহরের কলেজ পাড়ার কাজী কবিরুল ইসলামের ছেলে কাজী রবিউল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়।
পারিবারিক সূত্র জানায়, আত্মহত্যার কিছুক্ষণ আগেই শান্তা খাতুন তার শাশুড়ির সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছে।
এরপরই শান্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম বলেন, কলেজছাত্রী শান্তার আত্মহত্যার সঠিক কারণ কেউই বলতে পারছে না। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
এনএস