ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাল সনদ তৈরির সরঞ্জামাদিসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
জাল সনদ তৈরির সরঞ্জামাদিসহ আটক ১

ঢাকা: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ও বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের সদস্য মো. রেজাউল করিমকে (৩০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবীর শোয়েব।

 
    
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল গত বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ডেমরা থানার ফার্মেরমোড় এলাকায় অভিযান চালায়। অভিযানকালে জাল সনদ ও জাল সনদ তৈরির সরঞ্জামাদিসহ রেজাউল নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬টি জাল সার্টিফিকেট, একটি হার্ডডিক্সসহ সিপিইউ, একটি মনিটর, একটি কালার প্রিন্টার, একটি কিবোর্ড, একটি মাউস ও পাঁচটি বিভিন্ন প্রকার ক্যাবল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা যায়, আসামি রেজাউল বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করে আসছেন। তিনি টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার নামে থানায় মামলা দায়েল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।